খুঁজে খুঁজে ফিরি আমি
এই পাড়া ওই পাড়া
খামখেয়ালী মন আমার
দেয় না কোনো সাড়া
কুয়াশা মাখা লাজুক ভোর
আর রাত হিম ঝরা…
একা চাঁদ পালিয়ে বাঁচে
দেখে রাত জাগা তারা
হাতের মুঠোয় শূন্য শীত
দুচোখে আজ শাওন ভরা
চৌকাঠে হাসে ফাগুন
তবু হৃদয়পুরে দারুণ ক্ষরা!!