জীর্ণ এক রেস্তরাঁয় হাতে উষ্ণ চায়ের কাপ…

জানলার কাচ পেরিয়ে

দূরে ,সমুদ্রের অজানা ঠিকানা

সেই নীল সাদা জলরাশি আমাকে দিয়েছে ডাক,

বাড়িয়েছে প্রশস্ত হাত…

সমুদ্র তুমি কার ?

তোমার এই অসীম পরিব্যাপ্তি,

তোমার ঐ বহতা জীবন…এর শেষ কোথায় ?

তোমার সাদা ফেনায় মিশে আছে কত হাসি

কত চোখের জল…..

লবণে ভরা ফুসফুস তোমার সমুদ্র ,

তোমার নিঃশ্বাসে বিষ তুমি যে নিয়েছো অনেক ….

তোমার নীল ক্যানভাসে স্বচ্ছ জলের ফোঁটা

দিগন্ত রেখায় মিশেছে আকাশের নীলে….

সমুদ্র তুমি কখনও গ্যালাক্সি দেখেছো?

দেখতে কি ভালোবাসার মত ?