পর্ব—৩। ___________________________________________________________________________________________
ঝাড়গ্রাম রেলস্টেশন থেকে বেশ খানিকটা রাস্তা এগিয়ে এসে, বাঁক নিলেই লালগড় রোড । ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটির অফিস, সরকারি হসপিটাল এসব ছাড়িয়ে, বাঁদিকে মোড় নিয়ে হাই রোডে এসে পড়ল রুবন আর শিমূল। এন.এইচ-সিক্স থেকে ডান দিকে বাঁকলে রগড়া রোড, সেখান থেকে যত সামনের দিকে এগোতে থাকল লোকালয় পেরিয়ে রাস্তা ক্রমশ ফাঁকা হতে থাকল …চড়া রোদের মধ্যে কেমন যেন একটা ঠান্ডা গরম হাওয়ার মেলবন্ধন… রুবনদার কথায় জানা গেল সামনেই লোধাসুলি, বেশ বড়োসড়ো একটা জঙ্গল।ঘন জঙ্গলের এমাথা ওমাথা ঠাওর করা যায় না ।মাঝে শুধু দুএকটা চেক পোষ্ট পড়ে, রাস্তার দুধারে শুধু গহীন জঙ্গল …..এমন সে অন্ধকার যে বাইরে থেকে কিছু চোখে পড়বার জো নেই….
…………………………………………………………………………………………………………………………………ক্রমশ