নিভু নিভু আলো এক
ঘনঘোর তমসা……
দিন শেষে দিন শুরু
বেঁচে থাক ভালোবাসা!
রাতভোর কাকভোর
ভাগাভাগি পাপ-শাপ
জীবনের ধারাপাতে
বয়ে চলে অনুতাপ….
দিনেরাতে কাটাকুটি
এলেবেলে দায়ভার……
মুহূর্তের ছদ্মবেশে
বানভাসি… সং-ই সার ।
ফিরে দেখা খাপে খাপ
জোড়াতালি অজুহাত….
জীবনটা সাপলুডো
সংসার ই বাজিমাত!