ইচ্ছে করে হারিয়ে যাই

ছোট্টবেলার মতো

সিঁড়ির কোণে বসে থাকি

খুঁজুক সবাই যত….

ইচ্ছে করে আড়াল খুঁজি

দুটি হাতের ভেলায়

মুখ লুকিয়ে চুপটি করে

থাকি সাঁঝের বেলায়….

ইচ্ছে করে ভুলে থাকি

শৌখিনতা যত

খাতার ভাঁজে থাকুক পড়ে

শুকনো ফুলের মতো…..

ইচ্ছে করে পালিয়ে বাঁচি

দূর আকাশের পানে

একা একাই রইব আমি

লাজুক অভিমানে….