ইছামতী, তুই চেয়েই দেখ….
দুকূল ভাসবে প্লাবনে,
পোড়ার মুখী ,তুই হাসলে ,….
বুঝি ,রঙ ধরেছে মনে ।

ইছামতী, তুই স্বাধীনচেতা
তোর নজরকাড়া রূপ…..
মনখারাপের দিনগুলোতে,
তুই বড্ড বেশী চুপ ।

ইছামতী, তোর আকাশ কেন
আজ , মেঘে অন্ধকার ?
তোর জল থৈ থৈ ভাবুক মনে
ভাঙছে কিসের পাড় ?

ইছামতী, তোর কি এসে যায়
কাটুক …. ,মধুমাস……
তোকে নিয়ে মনে আমার
বাড়ছে , চাষবাস !

ইছামতী, আমার ইচ্ছে বড়
তোকে নিজের কাছে ডাকি,
স্বস্তি করে জীবনভোর ,
তোর মনের মাঝে থাকি !

ইছামতী, আমার ভয় করে,
মন বলে , ………’দুঃছাই’
কেমন হবে , প্রহর শেষে ,
হারিয়ে যদি যাই……?