নিশুত রাতের স্বপ্নগুলো
এখনও ডাকে ‘আয়’….
বন্দী খাঁচার মন পাখিটা
দু’ডানা ঝাপটায় ॥
খাদের ধারে দাঁড়িয়ে আছো
পাওনি কারো দেখা!!!
মতের বাইরে পথ হেঁটেছ
তাই ভীষণরকম একা।
মধ্যরাতের আপোষগুলো
গুমরে গুমরে কাঁদে,
ভাবনা দিল পায়ে বেড়ি
পড়েছি একোন ফাঁদে?
মনের ভেতর ট্রেনের বাঁশি
কু-ঝিক ঝিক করে,
ইচ্ছেগুলো জেহাদ জানায়
আগুন হয়ে ঝরে…
এখনও যদি রুখে দাঁড়াও
রক্ত গঙ্গা ছুটবে,
শিকল ভাঙ্গার প্রতিবাদে
নতুন সূর্য উঠবে।
……………………………………২/৮/২০১৪