' ও চাঁদ ' বসিরহাটের কাছে বাগুণ্ডি গ্রাম। সেখানে আছে পারিজাত আশ্রম। মানসিক ভারসাম্যহীন মানুষজনদের আশ্রয়স্থল। বর্তমানে সেখানে দেখাশোনার দায়িত্বে আছে চন্দ্রমৌলী দত্ত। আশ্রমের প্রতিষ্ঠাতা ভূপতি বোসের মৃত্যুর পর তার ভাইপো মিথিলেস বোস এখন কোম্পানির ৫০% মালিকানা নিয়ে অফিস ও আশ্রম দুয়েরই ভার প্রাপ্ত। কিন্তু হঠাৎই বাধ সাধলো ভূপতি বোসের পার্টনার জহর ঘোষের ছেলে জয়ন্ত ঘোষ। সে চায় ওই জমিতে রিসর্ট বানাতে। এই দ্বন্দ্বে একসময় কোর্টের দ্বারস্থ হয় জয়ন্ত ঘোষ। যেখানে জয়ন্ত ঘোষের হয়ে কেস লড়তে আসে রুপাঞ্জন রায়। যিনি আজ পর্যন্ত একটিও সম্পত্তি উচ্ছেদ বা হাতবদলের কেস হারেন নি। শেষমেষ কি হবে পারিজাত আশ্রমের??? চন্দ্রমৌলি কি পারবে তার সাধের পারিজাত আশ্রমকে বাঁচাতে?? নাকি সবাইকে নিয়ে গাছতলায় এসে দাঁড়াবে??? যে চন্দ্রমৌলির জীবনের এক এক স্তরে চাঁদ তাকে কখনো আশ্বাস দিয়েছে, কখনো বা নীরব থেকেছে।এবার সেই চাঁদ তার জীবনের মধ্য আকাশে কি ইঙ্গিত দেবে ??? একদিকে মিথিলেশের সহযোগিতা আরেকদিকে রূপাঞ্জনের প্রবল বিরোধিতা কি হবে পারিজাত আশ্রমের আবাসিকদের ??? জানতে হলে পড়তে হবে 'ও চাঁদ'। উপন্যাস : ও চাঁদ কলমে : ঐন্দ্রিলা মুখোপাধ্যায় প্রকাশনা : দ্য কাফে টেবিল প্রচ্ছদ: স্বর্ণাভ বেরা

New novel : O chand
Written by : Aindrila Mukherjee
Publication : The cafe table

New novel : O chand
Written by : Aindrila Mukherjee
Publication : The cafe table

 

‘ ও চাঁদ ‘

বসিরহাটের কাছে বাগুণ্ডি গ্রাম। সেখানে আছে পারিজাত আশ্রম। মানসিক ভারসাম্যহীন মানুষজনদের আশ্রয়স্থল। বর্তমানে সেখানে দেখাশোনার দায়িত্বে আছে চন্দ্রমৌলী দত্ত। আশ্রমের প্রতিষ্ঠাতা ভূপতি বোসের মৃত্যুর পর তার ভাইপো মিথিলেস বোস এখন কোম্পানির ৫০% মালিকানা নিয়ে অফিস ও আশ্রম দুয়েরই ভার প্রাপ্ত। কিন্তু হঠাৎই বাধ সাধলো ভূপতি বোসের পার্টনার জহর ঘোষের ছেলে জয়ন্ত ঘোষ। সে চায় ওই জমিতে রিসর্ট বানাতে। এই দ্বন্দ্বে একসময় কোর্টের দ্বারস্থ হয় জয়ন্ত ঘোষ। যেখানে জয়ন্ত ঘোষের হয়ে কেস লড়তে আসে রুপাঞ্জন রায়। যিনি আজ পর্যন্ত একটিও সম্পত্তি উচ্ছেদ বা হাতবদলের কেস হারেন নি। শেষমেষ কি হবে পারিজাত আশ্রমের??? চন্দ্রমৌলি কি পারবে তার সাধের পারিজাত আশ্রমকে বাঁচাতে?? নাকি সবাইকে নিয়ে গাছতলায় এসে দাঁড়াবে???
যে চন্দ্রমৌলির জীবনের এক এক স্তরে চাঁদ তাকে কখনো আশ্বাস দিয়েছে, কখনো বা নীরব থেকেছে।এবার সেই চাঁদ তার জীবনের মধ্য আকাশে কি ইঙ্গিত দেবে ??? একদিকে মিথিলেশের সহযোগিতা আরেকদিকে রূপাঞ্জনের প্রবল বিরোধিতা কি হবে পারিজাত আশ্রমের আবাসিকদের ??? জানতে হলে পড়তে হবে ‘ও চাঁদ’।

 

উপন্যাস : ও চাঁদ

কলমে : ঐন্দ্রিলা মুখোপাধ্যায়

প্রকাশনা : দ্য কাফে টেবিল

প্রচ্ছদ: স্বর্ণাভ বেরা

 

  
This entry is part 1 of 1 in the series গহীনবাড়ি

গহীনবাড়ি  :

নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন এসে পৌঁছোলো যখন, তখন ঘড়ি বলছে সাড়ে আটটা বেজে গেছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ l কলকাতা এখনও তেমন শীতের মুখ না দেখলেও , এই শহরে কিন্তু বেশ শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে । রুকস্যাকটা পিঠে নিয়ে আর একটা ছোট ট্রলি ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে পড়ল উজান । রোদের তেজ তেমন একটা নেই l ঝোড়ো হাওয়া দিচ্ছে বেশ। প্ল্যাটফর্ম ছেড়ে বেশ কিছুটা এগোতেই উজানের মনে হল গাড়ির নম্বরটা দেখতে হবে l কটেজ থেকে তো গাড়ি পাঠানোর কথা…

Gohin

Gohinbari/গহীনবাড়ি

  

IMG_20140725_153039

 

 

 

 

 

 

 

 

।। দ্য কাফে টেবল প্রকাশিত।।

‘গল্প নিছক গল্প নয়, উদাহরণ জীবনের পটে !’

উজান বোস, জলঢাকা হাইডেল পাওয়ার প্রোজেক্টের কাজ নিয়ে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি হয়ে পৌঁছায় ডুয়ার্সে l ভারত-ভুটান সীমান্তে অবস্থিত বিন্দুর নিকটবর্তী গহীনবাড়ি কটেজে তার থাকার বন্দোবস্ত করে কোম্পানি। কটেজের মালিক মালদার অতীন সেন। বর্তমানে যদিও আঞ্চলিক পাহাড়ি মানুষজনকে সঙ্গে নিয়ে গহীনবাড়ির সব কাজ দেখাশোনা করে অতীন সেনের ভাইঝি মোহনা সেন। কলেজ জীবন থেকেই তার পাহাড়ি উপজাতিদের নিয়ে কাজকর্মের নেশা। গহীনবাড়িতে মোহনা সেন আর তার মেয়ে কুশির সঙ্গে কাজের অবসরে বেশ ক’টা দিন ঘুরে-ফিরে কেটে যায় উজানের। পাহাড়ি উপজাতিদের গ্রাম, তাদের জীবন, কাজকর্ম দেখতে দেখতে অদ্ভুত এক মায়ায় জড়িয়ে যেতে থাকে কাজপাগল উজান। ইচ্ছে জাগে এই মেঘ-পাহাড়ের দেশে এক নতুন জীবন শুরু করার। এক দিকে কলকাতার শহুরে জীবনে তার অপেক্ষায় থাকা মখমলি বিনোদন আর অন্য দিকে এক পাহাড়ি পাথুরে জীবনের অধ্যবসায়— এই দুইয়ের মাঝে গহীনবাড়ি যেন এক নিখাদ শান্তির আশ্রয়। তবু এক পড়ন্ত বিকেলের ফিকে আলোয়— বিন্দুর মোহময় পাহাড়ি পথে গহীনবাড়ির জীবনকে উদ্দেশ্য করে সে বলেছিল—

‘তুমি ভাবছ, তুমি মাপছ সময়
সময় জানে, সময় মাপছে তোমায় l’

কিন্তু তারপর চলতে চলতে পথের বাঁকে কী ঘটল তার জীবনে? জঙ্গল, পাহাড়, মেঘ, নদী, ঝরনা, গিরিখাত এসবের উপচীয়মান জীবনে সে খুঁজতে চাইল ভালোবাসার বন্ধন নাকি ভালোবাসা থেকে মুক্তি?
সবকিছুর প্রশ্নের উত্তর নিয়ে আসছে ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের উপন্যাস— গহীনবাড়ি।

প্রচ্ছদ: একতা ক্রিয়েটিভ টেলস্।

  
PAGE TOP
HTML Snippets Powered By : XYZScripts.com
Copy Protected by Chetans WP-Copyprotect.
Skip to toolbar