বদলে গেছে মাঝের সময়,
মিথ্যে কথামালা…..
এখন শুধুই ঠাওর হয়
কানটা ঝালাপালা।
দিনের পর কাটলো দিন
কই , সে মধুমাস?
নতুন নতুন গাল গল্পে
সকলই দীর্ঘশ্বাস ।
প্রতিবারই ভূয়ো কথায়
পেতে দাও হাত!
জীবন যেন পাশা খেলা?
চালেই কিস্তিমাৎ।
ফুরিয়ে গেছে তাকিয়ে থাকা
বুড়িয়ে গেছে চাওয়া,
ইচ্ছেমত কাছে ডাকলে
যাবে না আর পাওয়া।
বছর বছর হারিয়ে যাচ্ছে
পেড়িয়ে গেছি সাঁকো….
দূর আকাশে এবার শুধুই
অস্তগামী সূর্য হয়ে থাকো।
বদলে গেছে আমার শহর
ভেজা শরীর উঠোন মন
জানি, নির্বাচনী ইস্তেহারে
বদলাবে না জীবন।
মনের মাঝে স্বপ্ন রাশি
হোক না ভুলের সমাপন…
অভিমানী মানুষই গড়ুক
নতুন সাতকাহন।
দিনযাপনের পালায় এবার
আসুক নতুন ভোর।
নৈরাশ্যের রাজ্যপাটে
বাড়ুক মনের জোর।