আজও পেরেছো কি
সাতমহলা বানিয়ে তুলতে ?
সাক্ষী রয়েছে তারা খসা কিছু রাত।
নয়ানজুলিতে গড়ে ওঠে নি
আজও কোনো সাঁকো….
যতই দুহাত বাড়িয়ে ডাকো।
যতবার এসেছো কাছে,
জীবন হয়েছে মহাভারত!
পালাতে হয়েছে শেষমেষ।
আমার ভেতরের আমিটার মুখোমুখি
আজও চোখ তুলে তাকাতে
দুবার ভাবতে হয় আমায়…
নখের দাগে যে আধো চাঁদ
জ্বলে আছে নিশুথ রাত মাঝে,
আজও ঘুমহীন স্মৃতি কানে বাজে।
ভালোবাসার বীজমণ্ত্র রোপন করবে বলে
সৃষ্টির সেই আদি থেকে তুমি,
সাত প্রজন্মের অভিশাপ কুড়িয়েছো।
আজও তাই আমি,হ্যাঁ হ্যাঁ শুধু সেই জন্যই ,
নিরালম্ব জীবনকে জানিয়েছি কুর্নিশ,
বহুজন্মের দাসখৎ লিখে দিয়েছি দাদনে।

 

_________________________________________May 26, 2014