ভাবছ বুঝি এমনি করেই
হারিয়ে যাবে?
এমনি করেই মুখ ঘুরিয়ে থাকবে
জীবন থেকে?
চাইলেই বুঝি এড়িয়ে যেতে পারো
গোপন ইচ্ছে ,
শীতের দুপুর,
পশ্চিমী ঝঞ্ঝা ,
আগুনের ছোঁয়াচ???
পারা ভালো, পারলে ভালো
কিন্তু দোহাই তোমায়
না পারলে নিজেকে দোষ দিও না!
ইচ্ছেগুলো আছে জানলেই বুঝবে,
এখনও তোমার মন আছে!
মনের সূক্ষ্মতা আছে!
আর আছে নদীময় ভালোবাসা
যার চরে সকলের অলক্ষ্যে
আরও একবার জাগতে পারে মহেঞ্জদারো
গজিয়ে উঠতে পারে স্বপ্নের বীজ
তুমি একবার চাইলেই!!!!
__________________________________________oimookh.com