এমনই এক দিনে এসেছিলে ,
ভালোবেসেছিলে ।
আমি বলি নি তো,
তুমি বলেছিলে, তুমি আসতে চাও।
সেদিন তুমি চেয়েছিলে
তাই প্রেম এসেছিল।
দাও নি কোনো গোলাপ
কিংবা সুগন্ধী আতর
এনেছিলে শুধু একরাশ ইচ্ছের বুনো ফুল
তোমার ইচ্ছেফুলে আমার ইচ্ছের রং
মিলেছিল।
উন্মত্ত জোয়ারে ভেসেছিল।
যদিও আজ আমি যোজনগন্ধা
তবু ছিলাম প্রতীক্ষাতে,
ভালোবাসাহীন নিথর চাউনিতে
তোমার ইচ্ছেরা আজ খোঁজেনি আমায়,
হয়ত মজেছে অন্য কিছুতে।
বছর বছর ভালোবাসতে হবে, এমন কথা নয়
নাই বা এলে….
এবছর না হয় ,
মুঠো ভরে অবজ্ঞা ছুঁড়ে দিলে,
তুমি যা-ই দাও তা-ই যে
লাগে ভালো!
হাসির বদলে কান্না
সুখের বদলে দুঃখ
তবু তো কিছু পেলাম।
নাই বা তোমায় পেলাম…
সব পাওয়ার নাম ভালোবাসা নয়।
_____________________________________________January 2, 2014