পর্ব—৬। _________________________________________________________________________________________________
সেই কোন কাকভোরে বাবা আর পিসেমশাই বেরিয়ে গেছে। রাঙাপিসি পুজো সেরে শিমুলের ঘরে এলো …শিমুল তখনও শুয়েছিল খবরের কাগজ নিয়ে। রাঙপিসি বলল “কিরে এখনো শুয়ে আছিস… নে ওঠ , চিন্তা চা নিয়ে আসছে, ওঠ ওঠ…” রাঙাপিসি শিমূলের মাথায় হাত রাখলো …শিমুল রাঙ্গাপিসির হাত ধরে বলল “বোসো না একটু …”পিসি খাটের এক কোণায় বসতেই শিমুল পিসির কোলে মাথা রেখে মুখটা গুঁজে পিসিকে জড়িয়ে ধরলো । শিমুল বরাবর এমনটাই আদুরে । রাঙাপিসি বলল……
“হ্যাঁ রে সবাইকে ছেড়ে এতদূরে চলে যাবি তোর মনকেমন করবে না?”
…………………………………………………………………………………………………………………………ক্রমশ