বদলে যাচ্ছে আমার দেখা সময়টা । বদলে যাচ্ছে এই শহর….তার অতীতের ঐতিহ্য… তার কেতাদুরস্ত হাবভাব….স্বভাব । ভয়ংকর গতিতে ছুটে চলেছে আমার চারপাশের পৃথিবীটা ….কর্মব্যস্ত মুখর পল অনুপল…দন্ডপল । চারদিকে ডাকাডাকি …হাঁকাহাঁকি …গাড়ির ক্র্যাকাফোনি । অহর্নিশ সবাই চলমান উথালপাতাল মত্তমাতাল। আমার ভিতরে ও বাইরে সর্বত্রই চলছে এক স্থাপত্যের নির্মাণকার্য ….বিড়লা পিচে দাঁড়িয়ে অপেক্ষা আজ আর নেই…..ক্যাথিড্রাল চার্চের পাঁচিল ধরে টেরাকোটা ফ্লোরটালির রাস্তায় হাঁটা জগৎটা আজ কত আলাদা !!!…….গভীর রাতে যখন ভবিষ্যৎ তার ভাবনা ভাবায় ….অতল ঘুমে যখন অতীত হাতছানি দেয়….আর বারবার তুমি আমার কানের পাশে পাবলো নেরুদার কবিতা শোনাও…..আমি পিছিয়ে যাই একলাফে একযুগ…..আগামীআর বর্তমানের সব গভীরতার রেশ ছিঁড়ে….আজ আরও একবার আমি ফিরে দেখছিলাম সেই বিস্তৃত স্থির জল….পাশে হলুদ বসন্তের মত রাধাচূড়ার আন্দোলন…..দুচোখে নীরব বিস্তার …..একা একা …ফিরে দেখা । বেশ লাগে যখন ভাবনা গুলো ছুটি নেয়….আর আমি শব্দকোষ শিকেয় তুলে বেকার হয়ে পড়ি….ভালোবাসার কোনো দায়ভার নেই…..নেই কোনো পিছুটান….কোনো আয়োজন কিংবা প্রয়োজন ….শব্দ প্রসবের কোনো দায় নেই…..অসমাপ্ত কবিতার পূর্ণতা প্রাপ্তির তাগিদও নেই আজ… । জীবন ভালোবাসাময়…ভালোবাসার গভীরতা কখনও বাড়ে কখনও কমে….যার কাছে আজ আমি খুব গুরুত্ব পূর্ণ ….জানি কাল সেই টান ফিকে থেকে আরও ফিকেতর হয়ে যাবে….. ।…..রবীন্দ্রসদন থেকে দ্বিতীয় হুগলী সেতু….কতটুকুই বা দূরত্ব । গাড়ী ছুটে চলেছে ব্রিজের ওপর….চোখের সামনে সরে সরে যাচ্ছে জলছবি….যেন অতীত আর বর্তমানের মুহুর্তের কোলাজ…..প্রচণ্ড ঝাঁকুনি লাগছে শরীরে ….মনে ।এ যেন মাধ্যাকর্ষণের বাইরে চলতে চাইছে….প্রবল ভাইব্রেশনে পাঁচটা পাঁচটা, দশটা স্পিড ব্রেকার পেরিয়ে গাড়ীর গতি শ্লথ হয়ে এল । আমার গন্তব্যে এসে থামলাম…..যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম …ফিরে এলাম সেখানেই….একলাফে একযুগ পেরিয়ে এলাম়……॥ বিজ্ঞান বলে বস্তু বা ব্যক্তির প্রথম ও শেষ যাত্রাবিন্দু মিলে গেলে সরণ শূন্য ….অর্থাৎ যাত্রা শূন্য …..তাই বোধ করি আমি আমার মধ্যেই রয়ে গেলাম….আর আমার মনটা বোধহয় স্বপ্নে পাড়ি দিয়ে যা চাইত তার স্বাদ নিয়ে এল জীবনের বাকি কটা দিনের বাঁচার রসদ হিসাবে ………!!!!!!
August 23, 2013 at 1:40pm *@indrila*