চাপ নিও না বন্ধু আমার
ছাপটি রেখো মনে,
তোমার আমার দেখা হবে
অন্য কোনো দিনে।
এখন আমি বদলে গেছি
ভুলেই থাকি তোমায়,
ইচ্ছে গুলো গেছে ঘুচে
স্মৃতিগুলো কোমায়।
তবু শব্দগুলো মনের মাঝে
এফোঁড় ওফোঁড় করে,
ভাবনা গুলো এদিক সেদিক
জাপটে এসে ধরে।
জোয়ার ভাঁটা ফুলে কাঁটা
কত চড়াই উৎরাই,
স্বপ্নগুলো উড়িয়ে দিলাম
আকাশ পানে তাই!!!
#বেলা ১২.০৫ ,৭/৪/২০১৪