বিরহের অজুহাতে আজ তুই
হয়ে আছিস এক মেঘলা আকাশ,
তোর ভুলে ভরা জীবনের পাতা উল্টে
পাল্টে ফেলতেই পারিস আসন্ন সময়।
তুলির টানে রঙিন হয়ে উঠবে ক্যানভাস,
বিস্মৃতির অতলে চাপা পড়ে থাকবে
স্মৃতির মাদুরে রাখা কিছু আদুরে কোলাজ…
চাইলে তুইও হতে পারিস বৃষ্টি ফোঁটা
একরাশ মনখারাপকে দূরে সরিয়ে
এলোমেলো দুপুরের হাত ধরে….
মরা নদীর খরা বাঁকে দুকূল ছাপিয়ে
ভুল করে বয়ে আনতেই পারিস…..
উপচানো প্লাবন…..আরও একবার!!!
তোর সেই ভুল তুলে রাখব আমি সযত্নে
কালো কফিনে ঢাকা মমির মতো
ইচ্ছের পায়ে বেড়ি দিয়ে গড়ব পিরামিড
মনের অতলে শুয়ে থাকবে ভালোবাসা।
জেনেশুনে কেউ ভুল করে না ,
পারলে তৈরি হতো একটা ভুলে ভরা ইতিহাস
যার একটা শুরু অবশ্যই থাকে
কিন্তু শেষে দাঁড়ি টানার অবকাশ থাকে না॥