এখানেই গল্পের শেষ নয় তো

যেতে হবে এখনো অনেকটা দূর

পর্ণমোচী বৃক্ষের পাতা ঝরার পরও

নতুন পাতা গজিয়ে ওঠে

ডালে ডালে উদ্দাম ঝড়ের উন্মত্ততার মাঝে

নিহিত থাকে সৃষ্টির বীজ।

একটা উত্তাল ঢেউ এসে যদি

ভেঙে দিয়ে যায় নদীর পার…..

জানবে এরপরও উপকূল বরাবর

গড়ে উঠবে নতুন উপনিবেশ ।

জীবনের লিটমাসে জারিয়ে আমি জেনেছি

পথের শুরু একটা অবশ্যই আছে…

কিন্তু পথের শেষ থাকতে পারে না

পথ কখনো ফুরিয়ে যায় না

বিশ্রাম নেয় ,পিছিয়ে পড়ে,

আবার চলতে থাকে

তাই ভাবছি ফিরে তাকানোই ভালো

যত দূরেই যাই গন্তব্য হাতছানি দেয়

কারণ গন্তব্যের একটা নাম আছে, আছে স্থায়িত্ব

কিন্ত পথের কোনো স্থিরতা নেই,নেই সীমানা

পথ মিশে যায় অন্য পথে….

গন্তব্যে ফেরা পথিকের লক্ষ্য নির্দিষ্ট

কিন্তু যাত্রী সে যে অনামী পথের

তাই তার যাত্রা আদি অনন্ত ও নির্নিমেষ…..

 

June 9, 2013 at 1:21pm