আমার সকল অভিমান….
সে কেবল আমারই থাক
যুক্তিবাদের আড়াল খুঁজি না আর,
মিথ্যে আস্ফালনে বোঝাতে চাই না কিছু
এখন শুধু নিরন্তর নিজেকে হাঁতরানো 
ভালোবাসা অবশ্যই দিতে পারে মুক্তিঠিকানা,
কিন্তু মুশকিল একটাই…
মহারাণীর দেমাক বড়ো…  
নদী ভালোবাসা নয়,
ভালোবাসা নদীময়….
স্থবিরতা কখনও আশ্রয় খোঁজে না…
খোঁজে না ছিঁচকাদুনে আদর
চায় শুধু নিরালম্ব মুক্তি …
একরাশ নিরক্ষর হাওয়া
অপেক্ষায় থেকো তুমি….
ভালোবাসার দিব্যি,
আমি তোমার একফালি খোলা আকাশ হব!!!

___________________________________________________ঐন্দ্রিলা/২২শে শ্রাবন,১৪২১