অকাল বোধনে জ্যোত্স্না ছড়িয়েছিল যে সুসজ্জিত চাঁদ,
বিজয়া দশমীর শেষরাতে তার সমস্ত রঙ যেন,
গলে গলে পড়েছে ধরিত্রীর বুকে ।
একে একে ছেড়ে গেছে সবাই….
শুধু সঙ্গ ছাড়েনি ঐ নাছোড়বান্দা দীর্ঘশ্বাস !
গত ক’দিনের রঙরূপের জৌলুস যদিও গেছে মুছে,
তবুও ঠোঁটের কোণে ঠিক টাঙিয়ে রেখেছে ম্লান হাসিটা।
কিন্তু বটের ঝুরির ফাঁকে চোখ রাখলে বুঝতে,
নিজেকে বিলোতে বিলোতে,
জ্যোত্স্না বিছোতে বিছোতে
ক্ষয়ে যাওয়াটাই অভ্যেস হয়ে গেছে বুঝি
ঐ একরত্তি চাঁদের ….
অভ্যস্ত হয়েছে সে আরও অনেক কিছুতে…
ফুলে কাঁটায়, ভুলে মনস্তাপে!
জীবনে-যুদ্ধে , প্রেমে-অপ্রেমে!
শুধু নিঝুম রাতে দীঘির জলে পূর্ণ অবয়বে…
আজও ঘাটের সিঁড়ি শিউরে ওঠে ছলাৎ ছল!!!
বিসর্জনের সুর কানে এলে…
মনের পারা কেবলি চলকে বলে ‘জলকে চল’॥

__________oimookh/@indrila