শুনতে কি পাও তুমি

বিজ্ঞ বাতাসের অস্থির গোঙানি!

ওপার গঙ্গার নির্ঘুম জাহাজের ডাক?

জানতে কি চেয়েছ কখনও …

আমার ঘোর অন্ধকারের কারণ!

কেন এখন আর তারা গুনিনা আকাশে,

চন্দ্রাহত হইনা পুর্ণিমার ভরা চাঁদ দেখেও?

আসলে বে-আবরু সুখ এখন,

বিশ-বাঁও জলে…   

তাই কাব্যি করার ভাষা হারিয়েছি এযাবতকাল।

খুব বুঝেছি আমি,

জীবনটা কবিতা নয় ;

ছন্দের মিল খুঁজে ফেরাও নয় ;

এ এক নির্বোধ মহাজাগতিক ফাঁদ ।

তাই এখন শুধুই ঘুরে চলা নির্ণিমেষ এক কক্ষপথে...

শুধুই ছুঁয়ে ছুঁয়ে দেখা

শিরায় শিরায় ছড়িয়ে যাওয়া নীল বিষ ,

হাঁতড়ে বেড়ানো তাল-লয়-গৎ

বাউন্ডুলে সুখ আর কত আলোকবর্ষ দূরে ?

___________________________________________________________________________________________