সবাই আকাশ হতে পারে না

তুমি নদী, তুমি কবিতা

তুমি শুধু নারী নও

চাইলে তুমি পাখি হতে পারো

কিংবা সোনা ঝরা রোদ্দুর

তুমি বৃষ্টি হয়ে ছাপিয়ে দিতে পারো

গোত্রহীন অনামী নদীর দুইকূল

নামহীন পাখির ক্লান্ত ডাকে ,   

এক আঁজলা জল তুলে দিতে পারো তার ওষ্ঠপুটে!

 

সবাই আগুন হতে পারে না

তুমি সুর, তুমি সৃষ্টি

তুমি কোনও প্লাবন নও

চাইলে তুমি মেঘ হতে পারো

কিংবা অনামী এক ঝড়

দমকা হাওয়য় উড়িয়ে দিতেই পারো

তুমি বাঁধন ছেঁড়া পাল…

তবু দিনের শেষে একলা তুলসীমঞ্চে

তুমিই জ্বালাতে পারো আশার সাঁঝবাতি।

 

এবার বল ,আকাশের উদারতায়  

এখনও কি থাকবে দূরে ?

আগুনের উষ্ণ ছোঁয়ায়

তুমি এখনও খুঁজবে আড়াল?

নাকি সাঁঝবাতির আলোয় আনবে নতুন ভোর!

উদার আকাশে গাইবে তুমি মুক্তি পথের গান !