এ কোন মহাভারত ???
আমার মাঝে নিরন্তর ঝড় তোলে….
আজন্ম কুরুক্ষেত্রের যুদ্ধ চলে
মন ও মাথার লুপ্তপ্রায় কোষে!
প্রবৃত্তি আর নিবৃত্তির মাঝে
পাঞ্চজন্য বেজে ওঠে বারংবার!
আর আমি খুঁজে মরি
অনাসক্ত এক ধীর সন্তুষ্টি ॥
মন্ত্র তন্ত্র সাধন ভজনের ওপারে
যে নিঃসীম ঘন শূন্যতা,
তা-ই আমায় বাতলে দেয়
একনিষ্ঠ সমর্পণের পথ!!!
আর অন্তহীন আসক্তি শূন্য
আমার আমি শুধুই পেতে চায়
মনঃশূন্য স্থিতধী এক রেঁনেসা।
তবু কেন আমি হারিয়ে ফেলি
আমার নিষ্কাম যজ্ঞের বীজমন্ত্র!!

______________________________oimookh/@indrila