আজ এখনও আলোর বিপরীতে
হেঁটে চলেছি অভিন্ন এক মায়া!
প্রশস্ত পথে দাঁড়িয়ে মুখোমুখি ….
আমি আর আমার কালো ছায়া!
নিদারুণ সত্যিটা এই যে,
রাত বাড়ছে ,বয়স বাড়ছে
আর দিনকে দিন
বাড়ছে আমার ছায়া!
মাঝে মধ্যেই ভাবনা আসে
কেমন হত ,আমি ডাইনে চললে
তুমি চলতে বাঁয়া !
আবর্জনায় গুমরে মরে
যে ভালোবাসার কায়া ….
আলোটুকু হারিয়ে ফেললেই
অন্ধকারে মিশে যাবে ছায়া।
তাই এবার আমার মায়া বাড়ছে,
সে এক কায়াহীনতার মায়া!
তবু আলোর মাঝে হাঁতরাই না ,
আগের মত অন্ধমনের ছায়া।
__________oimookh/@indrila