এমনটাই হত….
হ্যাঁ হ্যাঁ, ঠিক এমনই হয়
যখনই ভাবি
এই তো বেশ ভুলেছি তোকে
নেই তো পিছুটান!
তখনই গোটা আকাশ জুড়ে
কালবোশেখীর দাপট শুরু…
আর মনের মেঘে
দুচোখে বৃষ্টিপাত….
কি যে করেছিস আমায়?
তুকতাক নাকি কালো যাদু ?
যাই যাই করেও
বারেবারে ফিরে চাই…..
আমার মত কেউ
বাসতে পারে না ভালো
এই অহংকারে আজও
খুঁজে ফিরি তোকে….
কৃষ্ণের মত ক্ষমা করব
তোর একশো উপেক্ষা ।
তারপর ?
প্রতিহিংসাকে উপলক্ষ্য করে
নতুন করে জন্ম দেব….
আরো এক প্রতীক্ষার!!!!!
__________________________September 24, 2013