New novel : O chand
Written by : Aindrila Mukherjee
Publication : The cafe table
‘ ও চাঁদ ‘
বসিরহাটের কাছে বাগুণ্ডি গ্রাম। সেখানে আছে পারিজাত আশ্রম। মানসিক ভারসাম্যহীন মানুষজনদের আশ্রয়স্থল। বর্তমানে সেখানে দেখাশোনার দায়িত্বে আছে চন্দ্রমৌলী দত্ত। আশ্রমের প্রতিষ্ঠাতা ভূপতি বোসের মৃত্যুর পর তার ভাইপো মিথিলেস বোস এখন কোম্পানির ৫০% মালিকানা নিয়ে অফিস ও আশ্রম দুয়েরই ভার প্রাপ্ত। কিন্তু হঠাৎই বাধ সাধলো ভূপতি বোসের পার্টনার জহর ঘোষের ছেলে জয়ন্ত ঘোষ। সে চায় ওই জমিতে রিসর্ট বানাতে। এই দ্বন্দ্বে একসময় কোর্টের দ্বারস্থ হয় জয়ন্ত ঘোষ। যেখানে জয়ন্ত ঘোষের হয়ে কেস লড়তে আসে রুপাঞ্জন রায়। যিনি আজ পর্যন্ত একটিও সম্পত্তি উচ্ছেদ বা হাতবদলের কেস হারেন নি। শেষমেষ কি হবে পারিজাত আশ্রমের??? চন্দ্রমৌলি কি পারবে তার সাধের পারিজাত আশ্রমকে বাঁচাতে?? নাকি সবাইকে নিয়ে গাছতলায় এসে দাঁড়াবে???
যে চন্দ্রমৌলির জীবনের এক এক স্তরে চাঁদ তাকে কখনো আশ্বাস দিয়েছে, কখনো বা নীরব থেকেছে।এবার সেই চাঁদ তার জীবনের মধ্য আকাশে কি ইঙ্গিত দেবে ??? একদিকে মিথিলেশের সহযোগিতা আরেকদিকে রূপাঞ্জনের প্রবল বিরোধিতা কি হবে পারিজাত আশ্রমের আবাসিকদের ??? জানতে হলে পড়তে হবে ‘ও চাঁদ’।
উপন্যাস : ও চাঁদ
কলমে : ঐন্দ্রিলা মুখোপাধ্যায়
প্রকাশনা : দ্য কাফে টেবিল
প্রচ্ছদ: স্বর্ণাভ বেরা
© Copyright 2021 @indrila, All rights Reserved. Written For: Oimookh