ঈশ্বরজন্ম

———————————–

আমার মাঝে শ্রাবস্তীর কারুকার্য

খুঁজতে চেয়েছিলে কিনা

আমার সঠিক জানা নেই,

তবু তোমার মনের খননকার্য

আজও জারি আছে জেনে সত্যি ভালো লাগে,

ভালো লাগে যখন

জীবনের সমস্ত ভুলগুলো সরিয়ে রেখে

তুমি একটিবারও আক্ষেপ না করে,

নতুন ভাবে আমাকে ভালোবাসতে চাও।

সারা জগত সংসারকে একদিকে ফেলে-

তুমি তার উল্টো মুখে বসে থাকো

তোমার স্বপ্নের পসরা নিয়ে।

দুদিকে উদ্যত ভাঙন-

আর তুমি তার মাঝখানে দাঁড়িয়ে

আমার ঠোঁট ছুঁয়ে

সৃষ্টির সাধনায় মাতো!

তোমাকে দেখতে দেখতে মনে হয়,

ভালোবাসা মানুষকে

পৌঁছে দিতে পারে এমন উচ্চতায়,

যাকে দেখতে জীবনে অন্তত একবার

ঈশ্বরজন্ম নিতেই হবে।

যেখানে সারা আকাশ জুড়ে থাকবে অরোরা বোরিয়ালিস!

আর পৃথিবীর তিনভাগ জলে প্রতিফলিত হবে,

তার সেই উজ্জ্বল সবুজ আভা!

যার সামনে হাত বাড়িয়ে তুমি মেটাবে

তোমার আজন্মের ক্ষিদে-

আর আমি বলব,

আমাকে এমন করেই তুমি

যুগে যুগে ভালোবেসো সাধক।
—@ oimookh.com

  

রাশিচক্র
———————-

শুধু এইটুকু ভাবতেই বেশ লাগে জানিস,
আমারও একজন ‘তুই’ আছে,
আমার রাশিচক্র বলে,
আমি নাকি দমকা হাওয়া
কিন্তু আমি জানি,
আমার আকড় জলে জলময়।
কারণ যারা স্বপ্ন দেখে, আর যারা স্বপ্ন দেখায়
এদের দুজনের মাঝে যে প্রেম থাকে
সেই প্রেমে আকন্ঠ ডুবে থাকার যে নেশা থাকে
তাতেই তো একটা গোটা ব্যারেন ল্যান্ড
ফুলে ফলে ভরে উঠতে পারে।
তাই তোর কাছে আমার বলতে দ্বিধা নেই,
তুই আমার কাছে যেভাবেই থাক
সমকালীন বা চিরকালীন –
তুই থাকলে প্রেম আসে
যে প্রেমে বৃষ্টি আসে, জল বাড়ে।
জল বাড়লেই বান আসে-
আর জানিসই তো,
চিরকালই আমার গোত্র বানভাসি!
লগ্ন তুঙ্গ , নক্ষত্র গোলমেলে!
তাই দোহাই তোর,
নতুন করে আমার কুণ্ডলী বিচার করতে যাস না।
আমি যেমন ছিলাম, তেমনই আছি,
আর থাকবও তেমন।
শুধু প্রেম আর অপ্রেমের মাঝের জানলাটাকে বন্ধ রাখিস।
দশা অন্তর্দশার মাঝে থেকে প্রতিপক্ষের চাঁদকে
নিরন্তর কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের মাঝে হারিয়ে যেতে দিস না।
দেখবি তোর উঠোনেও একদিন জমে উঠবে –
বাড়বাড়ন্ত জোছনার জল।
সে আমি থাকি আর নাই বা থাকি।
———————— @ www.oimookh.com

  

 

পাক্কা পনেরো বছর পর
আমার বাড়ির দরজায়
কেন এসে দাঁড়ালি তুই !
আমি জানি না।
তবু অকপটে তাকিয়ে দেখলাম,
ঠিক আগের মতোই আছিস তুই!
আগের মতোই অনিশ্চিত এক দমকা হাওয়া!
জীবনের উত্তরণ আজও কি বদলায় নি তোকে?

আমার সমস্ত ধারণাগুলোকে মিথ্যে প্রমাণ করে ,
একরাশ ভালোলাগা নিয়ে
মিনিট কয়েকের জন্য
স্মৃতির স্তর ভেঙে ভেঙে দুজনে
একসাথে পিছু হাঁটলাম অতীতে।

বন্ধ দরজার ঐ পাড়ে যখন আমি উদ্দাম বানভাসি
তুই তখন সুনামি হয়ে ভাসিয়ে নিয়ে যেতিস আমায়!
মনে পড়ে ?
মনে পড়ে,
আমার অনর্গল কথার মাঝে আগল টেনে তুই বলতিস….
‘বাতাসে কান পেতে শোন
নীরবতাও কিছু বলবে…
নিকষ কালোর মাঝে চেয়ে দেখ
অন্ধকারও জড়িয়ে ধরবে!’

ঠিক … তুই ঠিক বলেছিলি ।
তাই বোধহয় বহুবার আমি
নিকষ কালো নৈঃশব্দে তোকে দেখেছি!
আর ভেবেছি তুই কি এখনও আগের মতোই আছিস!!!

আজও দেখলাম তোকে এত বছর পর,
চুপচাপ বসে রইলাম দুজনে মুখোমুখি
মেপে মেপে পোষাকি কথা মিনিট দশ
তবু তোর স্তব্ধ চাহনি বলে গেল কত কথা
যা আজও নিরুচ্চারেই রয়ে গেল….
ঠিক আগের মতোই!
শুধু মাঝে বয়ে গেল
কিছুটা বেহিসাবী সময়!!!!
ঠিক আগের মতোই!
কিন্তু একটা নতুন কথা শিখিয়ে গেলি আমাকে,
মনে রাখতে চাইলে ….
ঠিক মনে রাখা যায় !
এভাবেও!!!

  

 

তুমি ভোরবেলার সূর্য ওঠা দেখতে দেখতে
সারাদিনের কাজগুলো সাজিয়ে নাও।
সকালের প্রথম খোলা কাগজের ভাঁজে
সুগন্ধ নিতে নিতে….
সেনসেক্সের পাতায় রাখো চোখ!

আজও আমি ঠিক ভেবে পেলাম না
কতটা হিসেব কষলে তবে
ছন্দ আসে সংসারে ।
কতটা ঘরণী হলে সবাই
সুখের জন্যে সব পারে!!!

শোবার ঘরে জানলার কাঁচে চোখ রেখে
নিগ্রো আকাশটাকে দেখে
যখন ভাবি ‘একবার ভিজলে হত!’
ঠিক তখনই তুমি মুঠোফোনে ঝড় তুলে
স্টাডির জানলা বন্ধ করতে বলো ,
শাসনের সুরে ভিজতে বারণ করো ।
পাশের ঘর থেকে একরত্তি মেয়ে
মনে করিয়ে দেয় ‘বারান্দায় মেলা ভিজে জামা’।

ঘরের জানলা বন্ধ করে,
মেয়ের জামা তুলে রেখে,
আমি নির্লজ্জ নারী
পায়ে পায়ে আসি ছাদে….
খামখেয়ালী বৌ আর মায়ের তকমা এঁটে
এক আকাশ বৃষ্টি ভিজতে ভিজতে
মনে মনে হাসি আর ভাবি,
‘সবাই ঠিক বুঝে নিয়েছে
আমি কেমন আনাড়ী সংসারী !
আসলে ভালোবাসাটা একটা অভ্যেসমাত্র !!!’

______________________________________________oimookh.com

  

 

একটা বারও ভাববো না আর এলোমেলো।
সারাদিনে মিথ্যে অনেক ভাবনা আসে
ঘড়ির কাঁটা ,টুকরো ভুল,
ছেলেবেলার ভাঙা পুতুল !

ভাবনাগুলো ভাবতে ভাবতে
হারিয়ে গেছে অনেক সময়
হারিয়ে গেছে ছুটির দুপুর ….
লুকোনো আদর আর খুনসুটী।

এখন শুধুই শূন্যহাত….
হাত পাতলে এখন শুধুই কাটাকুটি!

ভেবে ভেবে শরীর জুড়ে ক্লান্তি আসে
মনের মধ্যে বিষের বাঁশি
ভালো লাগে না পোষাকি কথা
ভালো লাগে না চোখের কাজল
মিথ্যে হাসি আর সাজানো জেহাদ।

তাই একটা বারও ভাবতে চাই না এলোমেলো।
ভাবনাগুলো সরিয়ে রাখবো, এড়িয়ে চলবো
বাতিল করবো মন থেকে।
তবু কি আর ভুলতে পারবো?
মনের কোণে ফেলে রাখবো, গুছিয়ে তুলবো
ভাঙা চোরা পুতুল করে !

_________________________________________oimookh.com

  

 

ভাবছ বুঝি এমনি করেই
হারিয়ে যাবে?
এমনি করেই মুখ ঘুরিয়ে থাকবে
জীবন থেকে?
চাইলেই বুঝি এড়িয়ে যেতে পারো
গোপন ইচ্ছে ,
শীতের দুপুর,
পশ্চিমী ঝঞ্ঝা ,
আগুনের ছোঁয়াচ???
পারা ভালো, পারলে ভালো
কিন্তু দোহাই তোমায়
না পারলে নিজেকে দোষ দিও না!
ইচ্ছেগুলো আছে জানলেই বুঝবে,
এখনও তোমার মন আছে!
মনের সূক্ষ্মতা আছে!
আর আছে নদীময় ভালোবাসা
যার চরে সকলের অলক্ষ্যে
আরও একবার জাগতে পারে মহেঞ্জদারো
গজিয়ে উঠতে পারে স্বপ্নের বীজ
তুমি একবার চাইলেই!!!!
__________________________________________oimookh.com

  

 

একবার এক পাহাড়
আমায় স্বপ্ন দিল,
তার রূক্ষতাকে গলাতে হবে,
পাথরে ফুল ফোটাতে হবে!
সেই থেকে কত আলোকবর্ষ ধরে
আমি ভেঙেছি পাথর…
আর সময় ভেঙেছে আমাকে
তাই আমার দুচোখ জুড়ে
আজ শুধুই ভাঙনের নেশা…
যদিও এখন সেই পাহাড় গলে দীঘি
আর সেই দীঘি জলে পারিজাত
যার পাপড়ি শুকোলে নরম পালক!
আর সেই পালক আমার পাথুরে মনে ।

______________________________________________oimookh.com

  

এখন আর আমার কোনও অপেক্ষা নেই
নেই কোনও যুদ্ধ জয়ের টান…
এখন শুধু একমনে বসে
সম্পৃক্তায় তোমায় ছুঁয়ে যাওয়া।
এখন শুধুই চুপটি করে
তোমায় খুঁজে পাওয়া!
ঋতু আসে ঋতু যায়,
বয়ে যায় বসন্ত,…
তবু দিনের শেষে
ঘুমের দেশে
স্বপ্নপুরী নির্ণিমেষে,
পৌঁছে দেয় সে অনায়াসে
তোমার মুখোমুখি ।
এখন শুধুই চুপটি করে
তোমায় জানতে চাওয়া
এখন আর আমার কোনও শোক নেই,
নেই কিছু হারিয়ে ফেলার ব্যাথা!
এখন শুধুই শান্ত মনে
তোমায় দেখতে পাওয়া…..

  

 

এখন ভেবে আর কি লাভ বলো!
অলক্ষ্মীরও যে একটা মন ছিল
একটা স্বপ্ন ছিল….
বিপ্লব ছিল….
ছিল একটা গোপন প্রেমের আঁচ,
সে কি আর মানলে তোমরা!!
সবাই মিলে তার বুকের আগুনে
জল ঢেলে ,
লক্ষ্মীর আগমনে উল্লাস করলে,
বিদেয় দিলে তাকে…
চাপা দিলে মনের আগুন।
মুছে ফেললে অলক্ষ্মীর পায়ের ছাপ
আগামীর পাঁচালী থেকে।
আসলে কি জানো?
তোমরা যাকে লক্ষ্মী বলো,
জীবন বলে জল….
সমাজ ভাবে নদী
নদী মানেই নারী,
পোষাকি কৃতদাসী!!!
তোমার সুরে যে মেলাবে সুর,
যে পাত্রেই রাখবে
ধারণ করবে তার আধার!
কিন্তু সেই জলের গভীরে
ধিকি ধিকি তুষের আগুন দেখলে
সত্যি বলো পোড়ার ভয় পাও না?
চমকে ওঠে না তোমাদের পৌরুষ?
সমাজ যা বলে বলুক…
তোমরা হাত বাড়াও না
তার ছাই চাপা আগুনে?
চোরাচোখে দেখো না তার লাস্য?
নিজের বুকে হাত রেখে প্রশ্ন করো দেখি,
মিথ্যে লক্ষ্মীমন্তের নেশায় আর
অসম্ভবের জ্বালায় তাকেই তো ভাবো ,
নষ্টমনা , সব্বনাশী….অলক্ষ্মী !!!

  

 

ছিলাম আমি ভোরের আলোয়
ছিলাম আমি বকুল ফুলে…
তবু দিন পোহালে নদীর জলে
খুঁজে বেড়াস মনের ভুলে!

ছিলাম আমি প্রদীপ শিখায়
ছিলাম আমি অস্তরাগে ;
তবু অন্ধকারে একলা পালাস
বেহাগ সুরে রাত্রি জাগে!

ছিলাম আমি সেইখানেতেই
ছিলাম আমি মধ্যযামে…
তবু গায়ের জোরে স্বপ্ন সাজাস
খুঁজলে পেতিস রামরহিমে॥

  
PAGE TOP
HTML Snippets Powered By : XYZScripts.com
Copy Protected by Chetans WP-Copyprotect.
Skip to toolbar