ঐন্দ্রিলার ডায়রী থেকে ……
কেন কিছু কথা ____________________________________________________
সত্যি কথা বলতে লেখার কোনও দায় নেই, তবু লিখে যাই । ঝুলি ভরা আবেগ , গোটা শব্দকোষ , দর্শনের অভিধান উজাড় করে দিয়ে কালি কলম নিয়ে শুধু আঁকিবুকি কাটি খাতায় । মাঝে মাঝে কেমন যেন কথা হারিয়ে যায় ! তখন খাতার পাতায় দেখি , একরাশ যতিচিহ্ন আমার দিকে অবাক জিজ্ঞাসায় তাকিয়ে ! আমি অপারগ , হাত সরে না ! স্থির দৃষ্টি , শব্দহীন , ভাষাহীন ……. এ যেন নীরবতা নির্মাণের এক প্রবল দায়! মনের সমস্ত মুহূর্ত কথার এ এক অস্থির জলছবি। হালকা হাসি চোখের জলের রঙ বেরঙের কিছু টুকরো মুহুর্ত , যার শুরু ও শেষ পাঠক মনে। সময় যত এগিয়ে যাবে , রয়ে যাবে শুধু কিছু অনুভূতি আর ফিরে দেখা কিছু সুখ হয়তো বা অসুখ , ছুঁয়ে যাবে মনকে কাচের প্রজাপতির মত…অধরা মাধুরী।
ঐমুখের সম্ভার বলতে কবিতা , অনুকবিতা , উপন্যাস , বড়গল্প , ছোটগল্প , অনুগল্প , চিঠি সঙ্কলন , সংলাপ (গল্প-কবিতা) , প্রবন্ধ (মুহূর্তের কোলাজ) , গদ্য সঙ্কলন , বিশেষ কিছু মুহূর্তের রোজনামচা (আমার সাতকাহন, পাঁচালী) , কিছু অনুভুতি (টুকিটাকি) , কিছু কাব্যিক মুহূর্ত (ক্যালিডোস্কোপ , মুখ মুখোশ) , কিছু গল্প কবিতার প্রচ্ছদ ভাবনা ও অলংকরণ , কিছু ছবিতে কবিতা , আঁকিবুঁকি।
____________________________________________________________________________________________________________________
Trackback 4
TrackBack URL
https://oimookh.com/about-us/trackback/