This entry is part 2 of 8 in the series কিছু সংলাপ কিছু প্রলাপ

 

 

 পর্ব – ২

___________________________________________________________________________________________________________________

তার কদিন পরের কথা। রাংতা গান শুনছে… ‘তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণেক্ষণে’ ……আজ ভ্যালেন্টাইনস ডে…সেইভাবে দেখতে গেলে রাংতার ভ্যালেন্টাইন যে কে বলা মুশকিল…… যদিও রাংতা কিন্তু এতটুকুও কনফিউসড নয় …হঠাৎ রাংতার মুঠোফোন সরব হয়ে উঠলো…

-হ্যালো
-বল
-কখন আসছিস?
-কোথায়?
-রাংতা, আর নিতে পারছিনা।
-বুঝলাম না।
-ভুলে গেছিস ,আজ যে ভালোবাসা উদযাপনের দিন?
-কেন তুই তো বললি, সচেতনাতা বাড়াতেই নাকি এই বিশেষ দিনগুলোর বিজ্ঞাপন হয়!
-হুম তাই তো।আর আমি তো বেশ বুঝছি, ভালোবাসা বাসি ব্যাপারটায় তুই একদম সচেতন নস।
-নই বুঝি?তা কি করতে হবে শুনি? ভালোবাসা জাহির করতে হবে?
-না …তা কেন? ভালোবাসা ভালোবাসে ভালোবাসাকে। -প্লিজ আয় না ঝিলের ধারে? আজ একটু পড়তে ইচ্ছা করছে?
-পড়তে? কি ? কবিতা ?
-না তোকে?
-আমি কি কবিতা ?
-হ্যাঁ তো , যত পড়ি ডুবতে থাকি, সব্বনাশী।
-মহুল!!! আজকে তোকে ঝিলের জলে ডুবিয়েই ছাড়ব! দাঁড়া !
-আরে বোকা মেয়ে …ডোবাতে গেলে, আসতে হবে তো রাংতা…মুঠোফোনে কি সব হয় ??
-ডুবেই যদি যাস ‘তাহলে আমি নদী।
-বেশ, আমি তবে নৌকা হব… তোর জলে ভাসব।
-না , তুই নদীর পাড়…আছড়ে পড়া নদীর জল সামলাবি।
-যদি না পারি?
-তাহলে তুই আকাশ হয়ে থাক…দিগন্তরেখায় মিলবো তোর সাথে।
-না না ,আমি তবে আকাশের মেঘ হব আর দুচোখ ভরে দেখবো তোর বয়ে চলা।
-মেঘ?….বর্ষার ?
-হ্যাঁ …ভরা শাওনে আকাশের কোল খালি করে তোর বুকে ঝরে পড়ব।
-তুই আমায় এতটা বুঝিস মহুল?
-হুম বুঝি তো, তাহলে বাসবি তো ভালো ,রাংতা? আসবি তো আজ বা কাল কিংবা রোজ রোজ?
-আমি অকবি মহুল…অত কবিতা বুঝিনা। ভাবছি যদি না পারি যেতে আজ বা কাল কিংবা আর কোনোদিনই…।

 

…………………………………………………………………………………………………………….ক্রমশ
 

Series Navigation<< কিছু সংলাপ কিছু প্রলাপ/১কিছু সংলাপ কিছু প্রলাপ/৩ >>
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh