মনমাঝি / প্রচ্ছদশিল্পী: একতা ভট্টাচার্য
থৈ থৈ নদী জলে, সিঁড়ি কোনাকুনি
ভরা নদী কথা কয়, কান পেতে শুনি
নদী চরে এল নাও, বহু কাল পরে
মনমাঝি না ডাকিলে, কে বা পার করে?
কলকাতার মেয়ে শিমূল …..ঝাড়গ্রামে রাঙাপিসির বাড়িতে গিয়ে সেখানকার প্রকৃতিতে বিভোর হয়ে পড়ে।
ঝাড়গ্রামের রূপময় প্রকৃতির নেশাতুর হাতছানি তার মনের অতলে যে রং ধরিয়েছিল সেই কাহিনীর বিন্যাসই এই গল্পের শিরোনাম ….
প্রকৃতির বুকে এ এক অন্যধারার প্রেমজ উপাখ্যান।
মনমাঝি
ঐন্দ্রিলা মুখোপাধ্যায়
প্রকাশক: দ্য কাফে টেবল
প্রচ্ছদশিল্পী: একতা ভট্টাচার্য
সম্ভাব্য প্রকাশকাল: জানুয়ারি ২০১৯।
© Copyright 2018 @indrila, All rights Reserved. Written For: Oimookh