মস্তিষ্কের জাইগাস সাইকাসে আজ কি এক আজব যন্ত্রণার আনাগোনা !
তবু ইথার গুঁড়োর রহস্যটা এখনও বুঝি সারবারে ডাউনলোড হল না,
দায়বদ্ধতার করাল নাগপাশে লটকে রয়েছে আগামীর চিরসম্ভাষণ
কিন্তু অক্সিজেনের আশায় আর ছটফটাচ্ছে না প্রাণহীন নিথর উছ্বাসটা


কালের যাত্রাপথে শুধুই এক নিরুদ্দেশ হেঁটে চলা প্রজন্মের নাভিশ্বাস
ক্লোরোফিলের গিমিক আজও হাঁতড়ে বেড়াচ্ছে একমুঠো বিষাক্ত বায়ু
মনের মধ্যে একটাই শ্লাঘার নিরন্তর খননকার্য চলেছে দুর্নিবার
করোটির খাঁচায় এ কেমন মন ও মাথার পৈশাচিক অট্টহাস্যের উল্লাস?

 

দিশাহীন জীবনে আজ শুধুই অপরিসীম কেরামতির এক আত্মচরিত
যেন সুনিপুন শব্দে গড়া মনভোলানো ইনবক্সের ইতিকথা….
যেন রিখটার স্কেলে মাপা অতীত বর্তমান আর ভবিষ্যতের
তালগোল পাকানো নোটিফিকেশানের স্ট্যাটাস আপডেট !!!

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh