ছিলাম আমি ভোরের আলোয়
ছিলাম আমি বকুল ফুলে…
তবু দিন পোহালে নদীর জলে
খুঁজে বেড়াস মনের ভুলে!

ছিলাম আমি প্রদীপ শিখায়
ছিলাম আমি অস্তরাগে ;
তবু অন্ধকারে একলা পালাস
বেহাগ সুরে রাত্রি জাগে!

ছিলাম আমি সেইখানেতেই
ছিলাম আমি মধ্যযামে…
তবু গায়ের জোরে স্বপ্ন সাজাস
খুঁজলে পেতিস রামরহিমে॥

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh