কাল যে আমার স্বপ্নে ঘ’নালো মেঘ…..
মোমবাতি মন গলিয়ে দিল মনের আবেগ

আকাশ জুড়ে হুটোপাটী
দামাল হাওয়ার খুনসুটি
বৃষ্টি ফোঁটা গুড়ি গুড়ি
ছড়িয়ে গেল গোলাপ কুঁড়ি
মেঘে মেঘে বাজের আওয়াজ
মনের মাঝে কুচকাওয়াজ
মেঘলা আকাশ দুচোখ মেলে
বদ্ধ মনের জানলা ঠেলে….

নিথর আকাশ লুটিয়ে গেল বুকের ওপর
কাল যে আমার স্বপ্নে উঠলো ঝড়…

পাতাঝরা রাতের শেষে
বৃষ্টি ফোঁটার সুর আবেশে
ভেজা রাতের নিকষ কালো
ভাঙা গড়ায় রাত পোহালো
মনের মাঝে পরিপাটী
উঠল গড়ে বসতবাটি
দু এক বিঘে ক্ষেতখামারী
চোখে চোখেই টহলদারী

ইচ্ছে করে যখন খুশি হাত বাড়িয়ে ছুঁই
কাল যে আমার স্বপ্নে এলি তুই….

June 26, 2013 at 10:50am

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh