সময়ের কান ঘেঁষে
ছুঁড়েছো অদৃশ্য গুলি ,
আজ তাই আকাশে বাতাসে
অসময়ের পোড়া বারুদের গন্ধ ।
নীতিহীন তান্ডবে জ্বলছে সময়….
নৈরাজ্যের প্রলয়ে মেতেছে অর্বাচীনের দল,
সাধের শহরে তাই পুড়ছে মান,পুড়ছে মন।
বোধহীন নির্লজ্জ স্পর্ধায়
ঈশ্বরও বুঝি বা আজ নির্বাক!
প্রতিশোধের অবসর লেপেছে কালি ,
জানে না,অসহায় চিৎকার জমে জমে
আবারও হবে রণহুংকার…
আগামীর হাত ধরে আসে যদি বিপ্লব
রূপান্তরে, হবে দাহ্য বিষ্ফোরক!!!
তাই যুগান্তরে জেগে থাক আজন্ম প্রতিবাদ
গর্জে উঠুক কবিও তার কবিতায়…
ধিক্কার ! ধিক্কার ! আজও শুধু ধিক্কার!!!
__________oimookh/@indrila