তখনি বলেছি আমি,
ভালোবাসা অশরীরী নয়….
তাই যতই বুকের মাঝে চুঁইয়ে পড়ুক ব্যথা
মোহিনী রাতে জাগুক নিয়তির চাঁদ ,
যতই জ্বলে উঠুক তোমার স্মৃতির জঠর জ্বালা..
টুপটাপ ঝরে পড়ুক ভোরের শিউলি ফুল,
মধ্যযামে স্বপ্নেরা দিক অকারণে হানা
অহেতুক ফরমায়সে দিও না সাড়া।
শব্দের বিলাসিতায় খুঁজো না সুখের নির্যাস!
অভিধানের পাঁচিল টপকে কথারা হেঁটে যাবে নিরন্তর!
তবু তুমি যেন নিজেকে ভুলিও না আর
শব্দের মরশুমি গন্ধে,
স্বপ্নের মায়াবী শরীরে…
কারণ কথা মাত্রই যে,শব্দ জব্দ ছক!!!