রাশিচক্র
———————-
শুধু এইটুকু ভাবতেই বেশ লাগে জানিস,
আমারও একজন ‘তুই’ আছে,
আমার রাশিচক্র বলে,
আমি নাকি দমকা হাওয়া
কিন্তু আমি জানি,
আমার আকড় জলে জলময়।
কারণ যারা স্বপ্ন দেখে, আর যারা স্বপ্ন দেখায়
এদের দুজনের মাঝে যে প্রেম থাকে
সেই প্রেমে আকন্ঠ ডুবে থাকার যে নেশা থাকে
তাতেই তো একটা গোটা ব্যারেন ল্যান্ড
ফুলে ফলে ভরে উঠতে পারে।
তাই তোর কাছে আমার বলতে দ্বিধা নেই,
তুই আমার কাছে যেভাবেই থাক
সমকালীন বা চিরকালীন –
তুই থাকলে প্রেম আসে
যে প্রেমে বৃষ্টি আসে, জল বাড়ে।
জল বাড়লেই বান আসে-
আর জানিসই তো,
চিরকালই আমার গোত্র বানভাসি!
লগ্ন তুঙ্গ , নক্ষত্র গোলমেলে!
তাই দোহাই তোর,
নতুন করে আমার কুণ্ডলী বিচার করতে যাস না।
আমি যেমন ছিলাম, তেমনই আছি,
আর থাকবও তেমন।
শুধু প্রেম আর অপ্রেমের মাঝের জানলাটাকে বন্ধ রাখিস।
দশা অন্তর্দশার মাঝে থেকে প্রতিপক্ষের চাঁদকে
নিরন্তর কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের মাঝে হারিয়ে যেতে দিস না।
দেখবি তোর উঠোনেও একদিন জমে উঠবে –
বাড়বাড়ন্ত জোছনার জল।
সে আমি থাকি আর নাই বা থাকি।
———————— @ www.oimookh.com