তোমার ভালোবাসার উপলব্ধিগুলোকে
কান্নার জলে ধুয়ে,
ছোট ছোট টুকরো করে
নুন আর গুঁড়ো হলুদ দিয়ে মাখো।
তারপর গরম সূর্যমুখি তেলে ……
যখন বেশ লাল লাল হয়ে যাবে,
তখন ডিশের ওপর নামিয়ে নিয়ে
টম্যাটো, পিঁয়াজ , কাঁচালঙ্কাকুঁচি
আর সবুজ লেটুস পাতা সাজিয়ে পরিবেশন কর।
ব্যস এখন তৈরি তোমার ‘ফ্রায়েড ভালোবাসা’
চিন্তা কি? ঠান্ডা হয়ে গেলে ,
টুকরোগুলোকে মাইক্রোয়েভের গ্রিলে সেঁকে নিলে
তৈরি হবে ভালোবাসার ‘শিক-কাবাব’ !!!
অ্যানাটমির ক্লাসে হৃদয় নিয়ে কেটে দেখতো
কোথায় আছে আর্টারী , পেরিকার্ডিয়াম ?
কোথায় পাবে আর্টরিওল , ভেন্ট্রিওল!
খুঁজে না পেলে আমার কাছে এস,
কেবল আমিই তোমায় দিতে পারি
জীবন্ত একটা হৃদয়…
যার লাবডুব শব্দ,
তোমাকে শুধু বাঁচতেই শেখাবে না
ভালোবাসার পালস্ রেট গুনতে শেখাবে ।
___________________________________________________________________________________________
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh