নাম না জানা এক অচীন পাখি
এসেছিল আমার সাধের খাঁচায়
ধরা দিতে……
তখন দুপুর গড়িয়ে বিকেল
আমার রোজনামচার খাতায়
সে যে এক গভীর বৈকালী হ্রদ
সিন্ধু সভ্যতার ইতিহাস হাঁৎরে
নীল নদের নীল রক্তে
আমি হয়ে উঠেছিলাম
নীলাভিষিক্তা………
ঘড়ির কাঁটা বয়ে গেছে
তার আপন গতিতে
সাঁঝবাতির ঘোমটা সরিয়ে
লাস্যময়ীর সমুদ্র মন্থন…..
মনের গহিনে আজও পারিনা
হিসেব মেলাতে……
অমৃতের ভান্ড ফেলে
সেই নীলকন্ঠী বিষ হাতে নিয়ে
শুধু ভাবি…….
“কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে…..”
___________________________________________May 16, 2013 at 4:53pm_
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh