কোথাও কোনও ভুল হয়ে গেছে ‘
এমন করে ভাবতে চাইনা কখনও
তবুও বহমান সময় আমাকে …..
দাঁড় করিয়েছে ভুলের কাঠগোড়ায়
তাই ,আজ আমি শুধুমাত্র এক
চলমান মুহুর্ত…বানভাসি সময়
অতীত বর্তমান ভবিষ্যত …..
কিছুই থাকতে নেই যে আমার
স্হান কাল পাত্র ভেদে…..
আমি তো চিন্তার খোরাক মাত্র!
মুহুর্তের ভালো লাগায় কখনও ,
আমি দুঃখবিলাসী প্রণয়িণী….
মুহূর্ত সুখে আমিই আবার
আহ্লাদিনী আতরদানী….
আমার কোনো জন্ম নেই,
কোনো মৃত্যুও নেই বোধহয় ….
তুই চাইলে যেমন আমি ,
আজন্ম আসঙ্গ হতে পারি ….
চাইলে ঠিক তেমনি আমি
চির অতীত হয়ে থাকতে পারি ॥
July 2, 2013 at 10:35pm
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh