থমকে গেছে বৃষ্টি ফোঁটা
থমকে আছে শহর
জীবনতরীর দুর্বিপাকে
বাড়ছে দুখের বহর।

পুড়ছে দেখ পাগল মন
পুড়ছে আকাশ ওই
পানকৌড়ি ডুব ভুলেছে
বৃষ্টি নামছে কই?

ছায়া ছায়া মেঘের খেয়াল
সুয়োরাণীর ছলে ….
বুড়ি গঙ্গা ভাসবে কখন
দুয়োরাণীর জলে ?

মেঘের ফাঁকে রোদের উঁকি
বৃষ্টি দিল ফাঁকি
কবিতা আমার পথ ভুলেছে
আমি বসেই থাকি!

জমছে এবার মান অভিমান
জমছে মেঘের হাট
বৃষ্টি এসে ভিজিয়ে যাবে
খোলা দুয়ার কপাট!

ভাঙছে আমার মনের বাঁধন
ভাঙছে মনের ঢেউ ,
মেঘের ঘরে জল থৈ থৈ
খুঁজছে আমায় কেউ!

কালো হচ্ছে ভীষণ আলো
সূর্য বুঝি টিমটিম
চাতক মনটা দিচ্ছে পাড়ি
বর্ষা আসছে রিমঝিম!!

ফোঁটায় ফোঁটায় আবেগ যেন
পড়বে গলে গলে
শব্দ বন্যা বইবে এবার
ঐ বৃষ্টি এল বলে!!!!!

 

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh