কৃষ্ণসায়রের জলে ভেসে ওঠে প্রিয় চেনা মুখ….
পঞ্চবটী বনে আজও একা জাগে নীরব রাজসুখ!!!
সজীবতা ছুঁয়ে এক একটি রাত যেন ফেরিওলা গান,
শরীরের নাটমন্দিরে এ তবে কোন বিদায় সম্ভাষণ ?
লালমাটি আর কঠিন পাথুরে বুক আজও ভাঙে যদি…
বোবা পাহাড়ের খাদে আরও একবার বয়ে যাবে শালী নদী।
গোলাপের কাঁটা বিষের বাসরে খোঁজে না অন্তমিল….
বহুকাল তাই কোনও ছদ্মবেশে আসে না গাংচিল!!
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh
Trackback 2