এখন আর আমার কোনও অপেক্ষা নেই
নেই কোনও যুদ্ধ জয়ের টান…
এখন শুধু একমনে বসে
সম্পৃক্তায় তোমায় ছুঁয়ে যাওয়া।
এখন শুধুই চুপটি করে
তোমায় খুঁজে পাওয়া!
ঋতু আসে ঋতু যায়,
বয়ে যায় বসন্ত,…
তবু দিনের শেষে
ঘুমের দেশে
স্বপ্নপুরী নির্ণিমেষে,
পৌঁছে দেয় সে অনায়াসে
তোমার মুখোমুখি ।
এখন শুধুই চুপটি করে
তোমায় জানতে চাওয়া
এখন আর আমার কোনও শোক নেই,
নেই কিছু হারিয়ে ফেলার ব্যাথা!
এখন শুধুই শান্ত মনে
তোমায় দেখতে পাওয়া…..