শব্দ পরম ব্রহ্ম
আর আজ বুঝি সেই শব্দেরই
ঘাটতি পড়েছে কথার মাঝে।
আসলে আজ আর কেউ
ভালোবাসা সঞ্চয় করেনা…
ভালোলাগা কুড়োতে কুড়োতে
তাই ভালো ভাষা গেছে হারিয়ে ।
জীবন গতিময়…প্রগতিময়ও
আদৌ কোনও মুল্য আছে কি
টুকরো কথার , টুকরো হাসির ?
তাই সবার আকাশে চাঁদ ওঠে না….
তবে যার আকাশে আজ অরুন্ধতী
নাই বা চাইল সে
এক ফালি দাঁতে খাওয়া চাঁদের চোখে
শিবের ধুম্র জটাজালে
আর কলঙ্কের আড়ালে
থাক সে নিবদ্ধ একা …
অভিমানি শুক্লাদ্বাদশীর চাঁদ হয়ে !
আর মনে মনে বলুক ,
দ্বাদশীর এক চাঁদ মারা গেলে
তুমি আরেক চাঁদের প্রতীক্ষায় থেকো ঋষি ।
___________________________________________________June 20, 2011 at 1:23pm
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh
Trackback 2