তোমার জন্য সব পারি…
মিথ্যার সাগরে ডুব দিয়ে
কুড়িয়ে আনতে পারি
ইচ্ছার মুক্ত ফল!!!!
মন্থনে উঠে আসা বিষে
হতে পারি নীলকন্ঠ…
নির্বাসনে কাটাতে পারি
যুগ যুগান্ত!!!!
নিজেকে ছিন্নভিন্ন করে
জাগিয়ে তুলতে পারি
শিব তান্ডব….
তবু আমার নামে গড়ে উঠবে না
একান্ন পীঠ !!!!
আমার জন্য হবে না কোনও
দক্ষযজ্ঞ।
ঘটবে না ,
ধ্যান গম্ভীর শিবের রূদ্র রূপান্তর
অতঃকিম ,আমার জন্য থাক
শুধুই এই অলীক দুনিয়া…
এক নির্বাসিত আত্মখনন॥
______________oimookh/@indrila

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh