কবিতা তুমি, কবির শব্দ কল্প দ্রুম
কবিতা তুমি কবির অতৃপ্ত সুখস্বপন,
কবিতা তুমি কবির, আজন্ম মৈথুন…
কবিতা ,তুমি কবির নতুন বীজবপন।
কবিতা তুমি নও, মিথ্যে হানাহানি
কবিতা তুমি নও জীবন বিমুখ প্রলাপ,
কবিতা তুমি নও ,নগ্ন ব্যাভিচারী
কবিতা, তুমি নও সত্যের অপলাপ!
কবিতা ,তুমি কবির সুতীক্ষ্ণ হাতিয়ার
কবিতা তুমি ,কবির প্রেমার্ত মধুমাস!!
কবিতা তুমি কবির ভীষণ জঠরজ্বালা,
কবিতা তুমি ,কবির চরম দীর্ঘশ্বাস!
কবিতা ,তুমি নও শব্দ জব্দ ছক
কবিতা তুমি নও ,ভুলে ভরা স্মৃতি
কবিতা তুমি নও , দুঃশাসনের হাত
কবিতা ,তুমি নও বিষাক্ত রাজনীতি॥
কবিতা তুমি, কবির একলা রাত্রি যাপন!
কবিতা তুমি কবির চলন বলন ঠাট,
কবিতা তুমি, কবির স্মৃতির সহবাস…
কবিতা তুমি, কবির আপন রাজ্যপাট॥
_______________________________________june 27, 2014
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh