তৃপ্তি আর অতৃপ্তির মাঝে
জন্ম নেয় যে কবিতা,
অপ্রেমের সাগর মন্থনে
একরাশ বিষাদ আনে যে কবিতা ,
সেই কবিতাকে সাক্ষী রেখে বলে যাই,
আয়াস আর অনায়াসের উঠোন পেরোলে….
আজও আমার মুখে লেগে থাকে,
এক অগোছালো হাসি
যার অর্থ একটাই….
আমি তো এমনই ছিলাম !
আমার নকশীকাঁথার ক্যানভাসে
আর রাতের হাসনুহানার নির্যাসে
ইতস্তত ছড়িয়ে থাকে
আমার প্রলম্বিত সময়!
দুঃখবোধের বিলাসিতায়
বাজে পাখোয়াজ তানপুরা,
তারপর হঠাৎ কোনও এক মধ্যযামে,
স্বপ্নে স্বপ্নে ছুঁয়ে যাই অ্যাটলান্টা!
আর অপেক্ষায় থাকি সেই হিরণ্য রোদ্দুরের ,
যার উষ্ণ রঙের আলোয় অভিলাষী ভোর আসে…
আর আমি খুঁজে ফিরি নামহীন পাখির আজান!!!
জন্ম নেয় যে কবিতা,
অপ্রেমের সাগর মন্থনে
একরাশ বিষাদ আনে যে কবিতা ,
সেই কবিতাকে সাক্ষী রেখে বলে যাই,
আয়াস আর অনায়াসের উঠোন পেরোলে….
আজও আমার মুখে লেগে থাকে,
এক অগোছালো হাসি
যার অর্থ একটাই….
আমি তো এমনই ছিলাম !
আমার নকশীকাঁথার ক্যানভাসে
আর রাতের হাসনুহানার নির্যাসে
ইতস্তত ছড়িয়ে থাকে
আমার প্রলম্বিত সময়!
দুঃখবোধের বিলাসিতায়
বাজে পাখোয়াজ তানপুরা,
তারপর হঠাৎ কোনও এক মধ্যযামে,
স্বপ্নে স্বপ্নে ছুঁয়ে যাই অ্যাটলান্টা!
আর অপেক্ষায় থাকি সেই হিরণ্য রোদ্দুরের ,
যার উষ্ণ রঙের আলোয় অভিলাষী ভোর আসে…
আর আমি খুঁজে ফিরি নামহীন পাখির আজান!!!
_____________________________________________________________