দিন দিন কেমন স্থবির হয়ে যাচ্ছে সব
বিবেক বুদ্ধিগুলোতে জঙ ধরে যাচ্ছে কি?
মাথার মধ্যে এক অসহ্য যন্ত্রণা বুঝিয়ে দিচ্ছে ,
শব্দেরা বিক্ষোভে ফেটে পড়তে চাইছে
অনুভূতির প্রলম্বিত যানজটে….
তীব্র আস্ফালনে জেহাদ জানাচ্ছে মন ও আত্মা !
ভাবনার সহজাত নদীপথ হারাচ্ছে তার নাব্যতা,
ঘনীভূত হচ্ছে বেয়াড়া পলিস্তর।
তবু তোমার দিকে অপলকে চাইলে
মনের তটে আজও খেলে বিদ্যুৎ…
সহ্যশক্তিরা মানে বশ্যতা,
কুন্ডলিনী জেগে ওঠে শরীরের ঋদ্ধ গুহায়!
মনিপুরা চক্রে বইতে থাকে শান্ত স্রোতস্বিনী।
আমার সমস্ত দীনতার গ্লানি সমাহিত হয় তোমার মাঝে!
বদ্ধ পাঁজরের খাঁচার সামনে দাঁড়িয়ে
কে যেন বলে ওঠে ‘ শান্তি শান্তি শান্তি ওম্’।
আর আমি অস্ফুটে বলি,
তুমি আমার সর্বস্ব নাও গোঁসাই
শুধু ‘আমার আমিকে’ আরও একবার
ফিরিয়ে দাও ঠিক আগের মত!!!!

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh