নদীর জল
ছলাৎ ছল…
চুপি চুপি
কি যে বলে কানে…

রূপ সাগরে
ডুব দিয়েছি
তোমার আকাশ …
আজও আমায় টানে!!!

নদীর হাওয়া
পোড়ে পাওয়া ,
হিসেব কষলে ,
ষোলো আনাই ফাঁকি……

অরূপ রতন
কোথায় পাবো?
জাবদা খাতায় ,
এখনো ধার বাকি!!!

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh