তোমার দুচোখের মাঝে
স্থির আজ্ঞাচক্রে ,
আমার বহমান সময়
আজও আছে থমকে !
তোমার হাতের মুঠোয়
আমার আগামীর ইস্তেহার !
আমি খুব জানি গোঁসাই
তোমার চোখের আলতো ছোঁয়ায়
বদলাবে না আমার প্রাচীন ইতিহাস,
তবু তোমার কানে কানে
ভোর থেকে রাত অবধি বলে যাই,
শুুধু একবার চোখ মেলে চাও
আমার ভ্রূ পল্লবে রাখো চোখ
তোমার চোখের তারায়
হয়ত বা বদলে যেতে পারে
আমার অস্হির বর্তমান …
দুরাশার অন্তরীপ !!!
শুধু একবার ফিরে চাও তুমি…
কথা দিলাম নিশ্চিত জেনো
সোঁপে দেব আমি নিজেকে
শান্ত সমাহিত তোমার ধীমহী তেজে।
ক্ষমাশীল হও শুধু একবার ,
দেখো ,আমিও কেমন
রূদ্রাণী হতে জানি !!!
________oimookh/@indrila