নদী জানে , ভাঁটার টানে
বেলা শেষে
ফিরতে তাকে হবে….

ভরা জলে , ছলাৎ ছলে
মনে ভাবে
আসবে উজান কবে ?

ডাগর চোখে , তাকিয়ে দেখে
মনের মাঝে
বাঁধন ভাঙা ছল…..

বট না অশ্বথ , সৎ না অসৎ
মরা নদীর
গল্প কথা বল !

নতুন সাজে , বাজনা বাজে
আজও নদীর
গায়ে স্মৃতি মাখা

জোয়ার ভাঁটা , ভুলে কাঁটা
জীবন ভোর
শুধুই খোঁজ রাখা ?

কোন সে সুরে , যায় যে উড়ে
ভাবনা আমার
বিসর্জনের ব্যথায়….

দিন ফুরোবে , চোখ জুড়োবে
জল থৈ থৈ
ইছামতীর কথায় ।

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh