চুরি হয়ে গেছে অগোচরে,
আমার মনের ভিতরে রাখা-
কারুকার্যময় মৃগনাভির কৌটোটি ।
যৎসামান্য সুখের অবসরও
চুরি যাচ্ছে অজানা অন্ধকারে…..
শীতলপাটী বিছানো শান্ত মনে,
ঘুণপোকারা বানিয়েছে কি
পেল্লাই পরিপাটী সংসার?
দুঃসময় চারিদিক থেকে,
জালে জড়িয়েছে আমাকে!
স্বপ্নের অর্ধেকটা জুড়ে তুই….
বাকিটা তো নিরাশ লাজুক সময়॥
আকাশের মত চওড়া তোর বুকে,
জমাট একটা আশ্বাস….
স্থির একটা বিশ্বাস……
সমুদ্রমন্থনে যতই উঠুক বিষ-
ভাবি , তোর কাছেই থেকে যাব ।
বাকিটা তো স্বপ্নের ভাঙাগড়া….
কখনো ভাবিনি দাঁতে কামড়ানো
আধ খাওয়া চাঁদটারও এমন
সর্বহারার দশা হবে যে –
চড়কা কাটা শিকেয় তুলে,
হয়ে উঠবে বাউন্ডুলে ভবঘুরে..
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh
Trackback 2